বিনোদন ডেস্ক : অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘বেটা’ ১৯৯২ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা। কিন্তু জানেন কি, সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রথমে শ্রীদেবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। অথচ শ্রীদেবী তা নাকচ করে দেন। শ্রীদেবী প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে প্রধান চরিত্রটিতে চূড়ান্ত করা হয় মাধুরীকে।
নির্মাতা ছিলেন ইন্দ্র কুমার নির্মিত ‘বেটা’ সেই সময়ে প্রায় ২৪ কোটি রুপি আয় করে। আনন্দ-মিলন্দের সংগীত পরিচালনায় সিনেমার গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এ সিনেমার জনপ্রিয় গানের মধ্যে আছে ‘ধাক ধাক করনে লাগা’, ‘কোয়েল সি তেরি বলি’ উল্লেখযোগ্য।
এটা সত্য, সিনেমাটি মুক্তির আগের মাধুরী দীক্ষিত বলিউডে সেভাবে তখনও জ্বলে উঠতে পারেননি। কিন্তু ‘বেটা’ মুক্তির পর রাতারাতি তারকা হয়ে ওঠেন এ অভিনেত্রী।
এমনকি সিনেমার ‘লক্ষ্মী’ চরিত্রে অভিনয়ের জন্য ওয়াহিদা রেহমান, শর্মিলা ঠাকুর, মালা সিনহাসহ আরও অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউই রাজি হননি। শেষ পর্যন্ত চরিত্রটিতে অরুনা ইরানিকে নেওয়া হয় ।
মুক্তির পর ‘বেটা’ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ৩৮তম ফিল্মফেয়ার পুরস্কারে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পায়। এবং সেরা অভিনেতা (অনিল কাপুর), সেরা অভিনেত্রীসহ (মাধুরী দীক্ষিত) পাঁচটি পুরস্কারও জেতে।
প্রসঙ্গত,‘বেটা’ সিনেমাটি তামিল ছবি ‘এনগা চিন্না রাসা’র অফিশিয়াল হিন্দি রিমেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।