বিনোদন ডেস্ক : বলিউড নায়িকারা সকলের সামনে একে অপরের যতই কাছের বন্ধু হয়ে ওঠার অভিনয় করুন না কেন বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই তেমন নয়। বিশেষত আজ থেকে প্রায় ৩০-৪০ বছর আগের বলিউডে নায়িকাদের মধ্যে সদ্ভাব কার্যত তেমন দেখাই যেত না। উল্টে একে অপরের চরম শত্রু হয়ে উঠতেন তারা। সবসময় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেন নায়িকারা। তেমনটা করতে গিয়ে প্রকাশ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তেন অনেক সময়।
৮০-৯০ এর দশকের বলিউডে শ্রীদেবী তখন বলতে গেলে একাই রাজত্ব করছিলেন। তার বিপরীতে সেই সময় টিকে উঠতে পারছিলেন না বলিউডের অন্যান্য নায়িকারা। কারণ শুধু অভিনয় দিয়ে নয়, শ্রীদেবী তার নাচের ভঙ্গিমাতেই কাবু করে ফেলেছিলেন অন্যান্য নায়িকাদের। নাচে তার সমকক্ষ সেই সময় কেউই ছিলেন না। এমনই এক সময়ে বলিউডে পা রাখেন মাধুরী দীক্ষিত। এরপর দৃশ্যটা ক্রমশ বদলাতে শুরু করে।
৮০ এর দশকের শেষ ভাগে মাধুরী শ্রীদেবীকে একপ্রকার কোণঠাসাই করে ফেলেছিলেন। সেই সময় মাধুরীর ‘ধক ধক’ গানটি তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। ওই সময় বলিউডের কোরিওগ্রাফারদের মধ্যে অন্যতম ছিলেন সরোজ খান। মাধুরী এবং শ্রীদেবীর নাচের কোরিওগ্রাফি তিনিই করতেন। মাধুরীর নাচ দেখে হিংসায় জ্বলে যেতেন শ্রীদেবী।
মাধুরীকে হিংসে করার পাশাপাশি তার সমস্ত রাগ গেয়ে পড়তো সরোজ খানের উপরে। কারণ তিনিই সেই সময় মাধুরীর সমস্ত জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেছিলেন। এর ফলে একদিন হিংসে মনে চেপে রাখতে না পেরে সরাসরি সরোজ খানকে চেপে ধরেন শ্রীদেবী। একবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন সরোজ খান।
মাধুরীর একের পর এক হিট গান সেই সময় চিন্তায় ফেলে দিয়েছিল শ্রীদেবীকে। তাই তিনি সরোজ খানকে একদিন নিজের ভ্যানিটি ভ্যানে ডেকে পাঠান। তারপর তাকে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেন। শ্রীদেবীর মনে ধারণা হয়েছিল সরোজ খান মাধুরীর একটু বেশিই যত্ন নিচ্ছেন। তাই তিনি প্রকাশ্যে সরোজ খানকে অপমান করেন।
সরোজ খান বলেন শ্রীদেবীর মনে হয়েছিল তার সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে। সেই সময় নায়িকাদের মধ্যে এই প্রতিযোগিতার বিষয়টা খুবই সাধারণ ছিল বলেই জানিয়েছেন সরোজ খান। মাধুরীর উপর রাগ করে সরোজ খানের সঙ্গে আগামী দিনে কাজ করা বন্ধ করে দেন শ্রীদেবী। এরপর একটা সময় পর বলিউড থেকে নিজেকে গুটিয়েই নিয়েছিলেন শ্রীদেবী। বনি কাপুরকে বিয়ে করে দুই মেয়েকে নিয়ে সংসার করতে শুরু করেন এককালের এই দাপুটে বলিউড নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।