কানিজ ফাতেমা : সেই নব্বইয়ের দশক থেকে মাধুরী দীক্ষিতের সৌন্দর্য মুগ্ধ করে রেখেছে সবাইকে। এখনো সেই আকর্ষণে এতটুকু ভাটা পড়েনি। ‘চিরসবুজ’ মাধুরী দীক্ষিত, বয়স যাঁর কাছে কেবলই সংখ্যা। ৫৭ বছর বয়সেও ধরে রেখেছেন ত্বকের জেল্লা। এবার অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে তাঁর স্কিনকেয়ার রুটিন ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
বলিউডের ‘ধক ধক গার্ল’ তাঁর ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করেন ডিস্টিল্ড ওয়াটারের সঙ্গে ঘরে তৈরি রোজ ওয়াটার টোনার বা গোলাপজল। এই গোলাপজল তাঁর সকাল ও রাতের স্কিনকেয়ার রুটিনের অন্তর্ভুক্ত।
যেভাবে এই গোলাপজল ঘরেই তৈরি করা যায়
ধাপ ১: সতেজ গোলাপের পাপড়ি নিয়ে ডিস্টিল্ড ওয়াটারে সেদ্ধ করতে হবে
ধাপ ২: সেদ্ধ করার পাঁচ মিনিট পর ছেঁকে স্প্রে বোতলে ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপজল
যেভাবে ব্যবহার করবেন
হাইড্রেশন পেতে এই গোলাপজল আঙুলে নিয়ে ট্যাপ করে পুরো মুখে ব্যবহার করা যায়। চাইলে কটন প্যাডের সাহায্যও নেওয়া যেতে পারে।
গোলাপের পাপড়ি আর ডিস্টিল্ড ওয়াটার যুগ যুগ ধরে বিভিন্ন সংস্কৃতিতে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। মোগল আর মিসরীয় রানিরা তাঁদের ত্বকের হাইড্রেশন ও পিএইচের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করতেন এই টোনার।
এই গরমে ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া থেকে আরাম দিতে পারে এই টোনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।