মাধুরীকে নিয়ে বাজে মন্তব্য, বিপাকে নেটফ্লিক্স

মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বাজে মন্তব্য করে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। আমেরিকান জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’র একটি পর্বে তাকে নিয়ে এ মন্তব্য করা হয় বলে জানা গেছে।

মাধুরী দীক্ষিত

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী চার বিজ্ঞানীর জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’ সিরিজ। এটির দ্বিতীয় সিজনের প্রথম পর্বের শিরোনাম ‘দ্য ব্যাড ফিশ প্যারাডাইম’।

ওই দৃশ্যে রাজেশ ও শেলডন কুপারের মধ্যে কথোপকথনের সময়ই বলিউড অভিনেত্রীদের প্রসঙ্গ আসে। ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার শীর্ষসংগীতে আমিশা প্যাটেলকে দেখে শেলডন জিজ্ঞেস করে, ‘এটা কি ঐশ্বরিয়া রাই?’ রাজেশ বলে, ‘হ্যাঁ, কী দারুণ অভিনেত্রী, তাই না?’

শেলডন বলে, ‘গরিবের মাধুরী দীক্ষিত’। তখন রাজেশ খেপে গিয়ে বলে, ‘তোমার কত বড় সাহস! ঐশ্বরিয়া একজন দেবী। সেই তুলনায় মাধুরী দীক্ষিত হলো কুষ্ঠ রোগে আক্রান্ত এক যৌনকর্মী।’

ভারতে গুগলকে হাজার কোটি রুপি জরিমানা

এ সংলাপটি নিয়ে আপত্তি তুলে নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন মিঠুন বিজয় কুমার নামে মাধুরীর এক ভক্ত। শিগগিরই পর্বটি সরানো না হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মিঠুন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি নেটফ্লিক্স।