বিনোদন ডেস্ক : দীর্ঘ দুই বছর আগের একটি মাদক মামলায় ভারতী ও তার স্বামীর নামে চার্জশিট জমা দিয়েছে এনসিবি। শনিবার (২৯ অক্টোবর) মুম্বাইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে এ চার্জশিট জমা দেওয়া হয়। এতে অনেকটাই বিপাকে পড়েছেন বলিউডের ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া।
ভারতীয় মিডিয়ায় ভারতীর মতো হর্ষও এখন বেশ জনপ্রিয়। তবে এ জনপ্রিয়তায় অনেকটাই বাধা সৃষ্টি করছে মাদক মামলাটি।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বাইয়ে মাদক কারবার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় তদন্তের মুখোমুখি হয়েছিলেন বলিপাড়ার একাধিক নামী তারকা।
২০২০ সালের ২১ নভেম্বর মুম্বইয়ের অন্ধেরীর লোখেন্ডওয়ালায় ভারতীর বাড়িতে হানা দিয়েছিল ‘নারকোটিকস কন্ট্রোল ব্যুরো’(এনসিবি)। তল্লাশি অভিযানে সে সময় তাদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল।
এ অপরাধে তাদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পরে আদালতে জামিনের আবেদন করলে ২৩ নভেম্বর তারা জামিনে মুক্ত হন।
সেই ঘটনার রেশ টেনেই এবার তাদের নামে চার্জশিট তৈরি করা হয়েছে। যেখানে এনডিপিএস আইনের একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। তাই ভারতীর মতো অনেক তারকাই এমন মামলার চার্জশিটে বিড়ম্বনায় পড়তে পারে বলে মনে করছে ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।