ম্যাডোনা জানিয়েছেন সুস্থ হয়ে উঠছি, মঞ্চে ফিরব শিগগিরই

বিনোদন ডেস্ক : মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে ডাক্তার-হাসপাতাল করে করে ‘জেরবার’ হচ্ছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। অবশেষে ১৫ দিন পর ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’।সেইসঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।সিএনএন জানিয়েছে, ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামী জয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের … Continue reading ম্যাডোনা জানিয়েছেন সুস্থ হয়ে উঠছি, মঞ্চে ফিরব শিগগিরই