জুমবাংলা ডেস্ক : খিল মাদরাসার সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন পাওয়ার পথ খুলছে। মাদরাসার এমপিও নীতিমালার সংশোধনীর প্রস্তাবে বিএড-বিএমএড স্কেল উচ্চতর গ্রেড নয় বলে বিধান সংযুক্ত করার প্রস্তাব করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বর্তমানে মাদরাসার কৃষি, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও নতুন এ নীতিমালা জারি হলে সব বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাবেন বলে আশা করছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, মাদরাসার সহকারী শিক্ষকরা বিএড ছাড়া যোগদান করলে ১১তম গ্রেডে বেতন পান। আর বিএড স্কেল পেলে তারা ১০ম গ্রেডে বেতন পান। মাদরাসার এমপিও নীতিমালায় চাকরির দশ বছরে একটিও উচ্চতর গ্রেড ও ষোল বছরে আরেকটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা সহকারী শিক্ষকদের। সে হিসেবে বিএড স্কেল ও দুটি উচ্চতর গ্রেড পেয়ে শিক্ষকদের বেতন অষ্টম গ্রেডে আসার কথা। কিন্তু ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জারি করা এমপিও নীতিমালায় বিএড স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণনা হবে বলে সুস্পষ্ট ঘোষণা না থাকায় শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেয়া যাচ্ছিলো না। তবে ২০২১ খ্রিষ্টাব্দের মার্চে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বিএড স্কেল যে উচ্চতর গ্রেড না সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ছিলো। তাই স্কুলের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও মাদরাসার সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত ছিলেন।
মাদারাসার শিক্ষকরা দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় পত্রিকা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে নানা মাধ্যমে যোগাযোগ করে তাদের অষ্টম গ্রেডে বেতনের জটিলতার বিষয়ে জানতে চাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন বলেন, কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মজীবনে দুটি উচ্চতর গ্রেড পাবেন বলে বিধান আছে। কিন্তু মাদরাসার যে এমপিও নীতিমালাটি আছে তাতে বিএড স্কেল যে উচ্চতর গ্রেড নয় সে বিষয়ে সুস্পষ্টভাবে বলা নেই। তাই মাদরাসা শিক্ষকদের বেশিরভাগকে চাকরির ষোল বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড ও বিএড স্কেলসহ অষ্টম গ্রেডে বেতন দেয়া যাচ্ছে না। কৃষি, আইসিটি ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডেই যোগদান করেন। তাই এ তিন বিষয়ের শিক্ষকদের চাকরির ষোল বছরে দুইটি উচ্চতর গ্রেড দিয়ে অষ্টম গ্রেডে বেতন দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, নতুন এমপিও নীতিমালার প্রস্তাবে বিএড স্কেল যে উচ্চতর গ্রেড নয় সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। নতুন নীতিমালা জারি হলে মাদরাসা সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন পাওয়ার রাস্তা খুলবে। নীতিমালা জারি হওয়ার পর বিষয়টি কার্যকর হবে। একইসঙ্গে যোগাদানের পাঁচ বছরের মধ্যে মাদরাসা শিক্ষকদের বিএড করার বিধান এ নীতিমালায় অন্তর্ভুক্ত করা প্রস্তাবও করা হয়েছে। সূত্র : দৈনিক আমাদের বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।