জুমবাংলা ডেস্ক : এ মাসেও বিশেষ প্রণোদনার টাকা পাননি বিভিন্ন এমপিওভুক্ত মাদরাসার নতুন শিক্ষকরা। ১১ হাজারের বেশি নতুন শিক্ষক গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন মাদরাসায় নতুন নিয়োগ সুপারিশ পেয়েছিলেন। স্কুল-কলেজের নতুন শিক্ষকরা বিশেষ প্রণোদনার টাকা পেলেও মাদরাসার নতুন শিক্ষকরা তা পাননি। চলতি মাসে এমপিওর সঙ্গে তাদের এ টাকা দেয়া হবে বলে জানিয়েছিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কিন্তু সফটওয়্যার জটিলতায় তা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে, অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সফটওয়্যারের জটিলতা নিরসনের চেষ্টা করা হচ্ছে। এ জন্য জটিলতার কারণে নভেম্বর ও ডিসেম্বর মাসের এমপিওর সঙ্গে বিশেষ প্রণোদনার টাকা দেয়া যায়নি। তবে জটিলতা সমাধান হলে বকেয়াসহ বিশেষ প্রণোদনার টাকা শিক্ষকরা পাবেন।
বৃহস্পতিবার মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়। নতুন শিক্ষকরা জানান, এ মাসেও তাদের বিশেষ প্রণোদনার টাকা দেয়া হয়নি। তবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ডিসেম্বর মাসে জানিয়েছিলো, পরবর্তী এমপিওর সঙ্গে এ টাকা নতুন শিক্ষকদের দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন বলেন, মেমিসের জটিলতা সমাধান না হওয়া শিক্ষকদের বিশেষ সুবিধা বা প্রণোদনার টাকা এ মাসেও দেয়া যায়নি। তবে এ জটিলতা সমাধানের চেষ্টা চলছে। বৃহস্পতিবার চেক ছাড়ের আগের আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি। কিন্তু এর জন্য সফটওয়্যার উন্নয়ন করতে হবে। সে কার্যক্রমের প্রস্তুতিও ইতোমধ্যে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু আর্থিক বিষয়, শিক্ষকরা একটু দুশ্চিন্তা করবেন এটা স্বাভাবিক। আমরাও জটিলতাটি সমাধানের চেষ্টা করছি। কিন্তু থার্ড পার্টি সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণ করছে। দ্রুত এ জটিলতা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন, এ জটিলতা নিরসনের উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে। সফটওয়্যার উন্নয়নে একজনকে নিযুক্ত করা হয়েছে। জটিলতা সমাধান হলে মাদরাসার নতুন শিক্ষকরা বকেয়াসহ বিশেষ প্রণোদনার টাকা পাবেন।
জানা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই পর্যন্ত এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা ভাতা ইতোমধ্যে পেয়েছেন। এরপরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর সঙ্গে পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা দিতে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। বিশেষ প্রণোদনার টাকা ১ হাজার টাকার কম হবে না।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত নিয়োগ সুপারিশে পেয়ে বিভিন্ন মাদরাসায় ১১ হাজার ২৭৯ জন শিক্ষক যোগদান করেছেন। তাদের বেশিরভাগই গত কয়েকমাসে ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।