খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সমার্থক শব্দ হয়ে ওঠা রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে সেমিতে ওঠে আর্সেনাল। আর সেই জয় কেবল জয়ই নয়, দুই লেগ মিলিয়ে একেবারে ৫-১ বিধ্বস্ত করে রেকর্ড ১৫ বার শিরোপা পাওয়া দলটিকে। কিন্তু সেই আর্সেনাল যেন খেই হারিয়ে ফেলে সেমিফাইনালে। ফরাসি ক্লাব পিএসজির কাছে রীতিমত ধরাশায়ী হলো দ্য গানার্সরা। দুই লেগ মিলে তাদের ৩-১ গোলের জয়ে পাঁচ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো পিএসজি।
বুধবার (৭ মে) দিবাগত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয় জয় পায় ৩-১ গোলে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল পিএসজি। প্রথমবার ফাইনালে উঠেছিল ২০২০ সালে, সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের।
এদিন গোলের ক্ষুধায় দাপুটে শুরু করে আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেলে কাজে লাগাতে পারেনি দলটি। এরপরই পাল্টা আঘাত হানল পিএসজি। প্রথম লেগের মতো এদিনও ফাবিয়ান রুইসের নৈপুণ্যে প্রথমার্ধে গোল পায় পিএসজি। পরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। অনেক সুযোগ নষ্টের আগে-পরে আর্সেনালের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।
পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে থাকা আর্সেনাল গোলের জন্য মোট শট নেয় ১৯টি, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর পিএসজি ১১টি শটের ৬টি ছিল লক্ষ্যে।
শিরোপা লড়াইয়ে আগামী ৩১ মে জার্মানির মিউনিখে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।