যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে তাদের আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে বেইজিং।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বড় আকারে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরইমধ্যে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে মাদুরোকে।
শনিবারই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল চীন। দেশটি বলেছে, একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্তি প্রয়োগে তারা ‘গভীরভাবে বিস্মিত ও ক্ষুব্ধ’।
রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে চীন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে, ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে এবং সমস্যাগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে চীন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


