মাফ চাইলেন জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তাকে ভাইরাল পদবীও দিয়েছেন কেউ কেউ। এবার আলোচনায় এলেন ইমামদের নিয়ে মন্তব্য করে। তার এই ঘটনা বিতর্কিত হলে তিনি সেই ভিডিও এডিট করা হয়েছে বলে দাবি করেছেন। ঘটনার মূল অংশ বাদ দিয়ে কিছু অংশ রেখে তাকে কাঠগড়ায় ওঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জায়েদ খান

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। জায়েদ খানের কথাই কেউ তোয়াক্কা না করলেও এবার ইমামদের নিয়ে কথা বলায় তার ওপর চটেছেন ইমামরা। তবে তিনি তার জন্য মাফ চেয়েছেন বলে জানা গেছে।

একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের ভালো-খারাপের ব্যাখ্য দিচ্ছিলেন জায়েদ। সেখানে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যেসব গুজব ছড়ায় ওসবে আমি পাত্তা দেই না কারণ আমি একজন পাবলিক ফিগার আমাকে নিয়ে কথা হতেই পারে।

নায়ক বলেইতো গুজব ছড়াই সবারই ভালো মন্দ আছে। ইমামরা তো ভালো সবাই তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু ইমাম দেখবেন তারা শিশু বলাৎকারের মতো কাজ করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে।’

রিলিজ হল সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, ভুল করেও কারও সামনে দেখবেন না

জায়েদের দাবি, তিনি সব ইমামকে নিয়ে এসব মন্তব্য করেননি। তিনি ইসলামের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের বিপক্ষে তিনি। জানা যায় তার বাবাও একজন হাজি ছিলেন। তিনি কোনো খারাপ নেশার সঙ্গেও জড়িত নন। প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসেন এমনটাই বললেন নায়ক।