বলিউড মাফিয়ারা আমাকে টার্গেট করেছে, আমি আত্মহত্যা করব না : তনুশ্রী

তনুশ্রী

বিনোদন ডেস্ক : বলিউড মাফিয়াদের টার্গেট হতে অতীতে দেখা গিয়েছে একাধিক স্টারকে। কেউ মুখ খুলেছেন সঠিক সময়, কেউ আবার সহ্য করতে না পেরে বলিউড ছেড়েছেন বা আত্মহত্যার পথও বেছে নিয়েছেন।

তনুশ্রী

সুশান্ত সিং রাজ পুতের আত্মহত্যার খবরও এমনই জল্পনাকেই উষ্কে দিয়েছিল। তবে এবার প্রসঙ্গ তনুশ্রী দত্ত। বলিউডে একসময় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে একটা সময়ের পর আর দেখা মেলেনি তুনশ্রীর।

এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেত্রী। এক দীর্ঘ পোস্ট করে সমস্তটাই খোলসা করে দিলেন। লিখলেন, ‘বলিউড কেরিয়ারে একাধিক আঘাত, তারপর এক ব্যক্তিকে নিয়োগ করা হয় তনুশ্রীর বাড়িতে। যিনি রীতিমত তাঁর পানীয় জলে বিষ বা ওষুধ মেশাতেন’।

‘এখানেই শেষ নয়, বারে বারে তাঁর গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছে, তিনি দুবার পথদুর্ঘটনার শিকারও হয়েছেন। যাকে বলে মৃত্যুর মুখ থেকে পালিয়ে বেড়ানো। এরপর আবারও মুম্বইতে ফেরেন তিনি। তবে সেখানেও শুরু হয় নতুন অশান্তি।’

এরপর তনুশ্রী স্পষ্ট করে দেন যে, ‘আমি আত্মহত্যা করব না। সকলে কান খুলে শুনে নাও, বলিউড মাফিয়া, রাজনীতির কারণে যেভাবে আমায় চেপে ধরা হচ্ছে, আমি কথা দিচ্ছি আমি আরও উন্নতি করে দেখিয়ে দেব।’

সারাজীবনের উপার্জন ৬০০ কোটি টাকা দান করে দিলেন শিল্পপতি

‘আমি জানি, মিটু বা এনজিও-তে যেভাবে আমি এই বিষয়গুলোকে অতীতে তুলে ধরেছি, তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তোমাদের লজ্জা হওয়া উচিৎ’। মুহূর্তে ছড়িয়ে পড়ে তনুশ্রী দত্তের এই পোস্ট।