জুমবাংলা ডেস্ক : মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে দ্বিমত জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
তার দাবি মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ডিবি প্রধানের বদলি রুটিন কাজের অংশ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় তারা এ কথা বলেন।
মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে গত বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে এক মাসের আটকাদেশ দেয় আদালত।
এ ঘটনায় আলোচনা-সমালোচনা হয় নানা মহলে। এর পরেই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া, মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় জানতে গত রোববার রুল জারি করে হাইকোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।