জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়।
জানা যায়, বেলায়েত হোসেন নামের এক মাঝি হাতিয়ার মেঘনা নদীতে শুক্রবার (২৬ জুলাই) রাতে নদীতে জাল ফেলেছিলেন। এসময় জালে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে মাছটি ৪ হাজার টাকায় বিক্রি হয়। ৬ কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেন চাটখিল উপজেলার বাসিন্দা ফারুক সিদ্দিকী ফরহাদ ।
আল্লাহর দান মৎস্য আড়তের মালিক মো. আকবর হোসেন বলেন, ৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছটি নিলামে চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা ফারুক সিদ্দিকী ফরহাদ ৪ হাজার টাকায় কিনে নেন।
চাটখিল উপজেলার বাসিন্দা ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, ইলিশ মাছ কেনার জন্য চেয়ারম্যান ঘাটে এসেছি। ইলিশের দাম বেশি। মাছও কম। আমি নিলামে মাছটি ৪ হাজার টাকায় কিনেছি। নদীর পাঙাশের স্বাদ ভালো এবং চাহিদা আছে।
আর নয় চাকুরি অথবা ব্যবসা, এই গাছ চাষ করুন আর হয়ে যান কোটিপতি
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি জেলেরা বড় আকৃতির মাছ আরও বেশি পাবেন। এছাড়া মাত্র সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আশা করি জেলেরা সামনে ইলিশ পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।