ম্যাজিকের মত মুছে যাবে ফোনে তোলা ছবি থেকে অবাঞ্ছিত অংশ

ফোনে তোলা ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোনে এখন মানুষ অহরহ ছবি তোলেন। সেসব ছবি কোনওটা ভাল হয়, কোনটা পছন্দ না হলে ডিলিট করে দেন। কিন্তু এমন তো হতেই পারে যে এমন একটা ছবি তুললেন যেটা বেশ পছন্দের, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমন একটা কিছু চলে এসেছে যা থাকুক তিনি চাইছেন না। যা হয়তো ছবিটা নষ্ট করছে।

ফোনে তোলা ছবি

কিন্তু এবার সেই অবাঞ্ছিতভাবে এসে পড়া মানুষ বা অন্য কিছু বাদ দেওয়াটা অনেক সহজ হয়ে গেল। এজন্য গুগলকে ধন্যবাদ দিতেই হচ্ছে।

গুগল ফোটোস-এ এবার ‘ম্যাজিক ইরেজার’ টুল-এর সুবিধা হাতের মুঠোয়। যা সহজেই সেই অংশকে ছবি থেকে গায়েব করে দেবে ঠিক যেটুকু চাওয়া হচ্ছেনা।

গুগল ওয়ান গ্রাহক বা পিক্সেল ব্যবহারকারীরা এই সুযোগের সদ্ব্যবহার করে এখন সহজেই নিজের তোলা ছবিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন।

এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে যে অংশটা চাওয়া হচ্ছেনা, তা না হয় চট করে মুছে দিল এই ম্যাজিক ইরেজার, কিন্তু তারপর সেই অংশটা তো ছবিতে ফাঁকা হয়ে গেল! সেখানটা ফাঁকা থাকলে চলবে কি ভাবে? তা তো ছবির সঙ্গে মানানসই হতে হবে!

প্রেমিকার সঙ্গে হৃতিকের ১ মিনিটের ভিডিও ভাইরাল

পুরো কাজটাই যেহেতু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা-র ওপর দাঁড়িয়ে আছে তাই তার হাত ধরেই ছবির বাকি অংশের সঙ্গে ওই ফাঁকা অংশ ভরাট হয়ে যাবে পুরো সামঞ্জস্য বজায় রেখেই। যা যিনি ছবি তুলেছেন তিনিও প্রায় ধরতে পারবেননা।