মালকিনের সঙ্গে ব্যায়াম করে ঝড় তুললো পোষ্য কুকুর

মালকিনের সঙ্গে ব্যায়াম

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া বর্তমানে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। নেটদুনিয়ায় প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে চলেছে। হাতে থাকা স্মার্টফোনে অথবা ল্যাপটপে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হলেই নিউজফিডে হাজির হয় বিনোদনের একাধিক সম্ভার। মানুষের ভিডিওর পাশাপাশি নেটদুনিয়াতে বাড়ির পোষ্যদের‌ও নানারকম কীর্তি দেখা যায় যা নেটিজেনদের মন ভাল লাগায় ভরিয়ে তোলে।

মালকিনের সঙ্গে ব্যায়াম

সম্প্রতি এমনভাবেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ‘ম্যাগনাস’ নামক এক পোষ্য কুকুরের ভিডিও। ভিডিওতে বন্ধ ঘরে নিজের মালকিনের সঙ্গে শরীরচর্চা করতে দেখা গিয়েছে ম্যাগনাসকে। মালকিনের যোগা ম্যাটের পাশে সে নিজের ম্যাট‌ও মাথা দিয়ে ঠেলে পেতে নিয়েছে। এরপর ঠিক যে ভঙ্গিমায় মালকিন যোগা করেছেন, প্রত্যেকটি যোগা অনুকরণ করে ম্যাগনাস‌ও শরীরচর্চায় ব্রতী হয়েছে। এমনকি হাঁটু মুড়ে বসাও সে বাদ দেয়নি!

স্বাভাবিকভাবেই এমন অভিনব কাণ্ড দেখে নেটিজেনরা হতভম্ব হ‌ওয়ার পাশাপাশি ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন। পোষ্য ম্যাগনাসের বুদ্ধিমত্তা ও শেখার ক্ষমতা সকলকেই তাক লাগিয়ে দিয়েছে। ভিডিও দেখে এই বিষয়টি স্পষ্ট যে ম্যাগনাসকে খুব ভালোভাবে নিয়মিত ট্রেনিং দেওয়া হয়েছে।

অণ্ডকোষ ছিঁড়ে নিলেন বউ, মৃত্যুর মুখে শ্বশুর

‘ম্যাগনাস দ্য থেরাপি ডগ’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। খুব কম সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা ম্যাগনাসের স্বাস্থ্যসচেতনতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন ও ভালোবাসা জানিয়েছেন। উল্লেখ্য, অ্যাকাউন্টে ম্যাগনাসের এই ধরণের প্রচুর ভিডিও রয়েছে এবং সেইসব ভিডিও-ও হামেশাই ভাইরাল হয়ে থাকে। ইনস্টাগ্রামে বর্তমানে ম্যাগনাসের এই অ্যাকাউন্ট ৫ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ফলো করেন।