বিনোদন ডেস্ক : নতুন সিনেমা মুক্তির আগেই বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ করেছিলেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। সেই মন্তব্যের পক্ষে বিপক্ষে এখনো আলোচনা চলছেই।
এরমাঝেই গতকাল (১২ মে) মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘সরকারু ভারি পাটা’। মুক্তির প্রথমদিনেই বক্সঅফিসে রেকর্ড সাড়া ফেলেছে সিনেমাটি।
তেলেগু ভাষার অন্যতম বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের দাবি, মুক্তির প্রথমদিনেই বিশ্বব্যাপি ‘সরকারু ভারি পাটা’ সংগ্রহ করে ৭৫ কোটি রুপি (গ্রস)। যা ওই অঞ্চলের সিনেমার জন্য রেকর্ড সর্বোচ্চ সংগ্রহ। সিনেমাটি তেলেগু রাজ্যে, ভারতের অন্যান্য অংশে এবং বিদেশেও প্রচুর পরিমাণে ব্যবসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এরই মধ্যে মিলিয়নের ঘরে হিট করেছে সিনেমাটি।
সেই প্রতিবেদনে বাণিজ্যিক বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, সিনেমাটি কয়েক সপ্তাহ ধরে শক্ত ব্যবসা করবে। একক মুক্তি এবং গ্রীষ্মের ছুটি সিনেমার জন্য একটি আশীর্বাদ হতে চলেছে।
‘সরকারু ভারি পাটা’ সিনেমার মহেশ বাবুর নায়িকা কীর্তি সুরেশ। পরশুরাম পরিচালিত এ তেলেগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও ১৪ রিলস প্লাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।