মাহির ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

Mahi

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন তিনি। এরপর থেকে বেশ সরব হয়েছেন কাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। একমাত্র পুত্র সন্তান নিয়েই তার সময়টা বেশি কাটছে। তবে আবার নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন মাহি।

Mahi

নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিট ৮ সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৮ সেকেন্ডে একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে ভক্তরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে।

ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।

বারবার আদালতে যাওয়া শিল্পীদের জন্য লজ্জার : সোহেল রানা

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২২ সালে, ‘যাও পাখি বলো তারে’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে তার নায়ক আদর আজাদ ও শিপন মিত্র।