মাহির মতো শুভর স্ত্রীর ইচ্ছাও এক ছিলো, তবুও টিকলো না

Mahi

বিনোদন ডেস্ক : প্রেমে পড়া মানুষগুলো একটু অন্যরকম। অন্যদের চেয়ে আলাদা হন তারা। সবার সঙ্গে থেকেও বাস করেন নিজের মানুষটিকে ঘিরে। পৃথিবী যেমন সূর্যকে ঘিরে আবর্তিত হয় তারাও আবর্তিত হয় প্রিয়জনকে ঘিরে। একে অন্যকে নিয়ে যা বাস্তবসম্মত তাও বলেন, যা অবাস্তব সেটিও বলেন।

Mahi

কেউ এক কবরে ঘুমাতে চান আবার কেউবা মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকার সনদ দিয়ে দেন চোখ বুজে।। কিন্তু তাল কেটে গেলেই বদলে যায় বাদ্যের ভাষা।

উদাহরণ স্বরুপ মাহিয়া মাহি ও আরিফিন শুভ-অর্পিতা সমদ্দারের কথা বলা যায়। দ্বিতীয় স্বামী গাজীপুরের রাকিব সরকারের ভালবাসায় যখন মাহি ভাসছিলেন তখন আমৃত্যু সঙ্গীর সনদ দিয়েছিলেন তাকে।

গল্পটি এরকম। একবার নিজের আইডিতে মাহির ছবি প্রকাশ করেছিলেন রাকিব। সঙ্গে লিখেছিলেন ‘আমার একমাত্র বউয়ের আলোকচিত্রী আমি।’ কথাটি বেশ মনে ধরেছিল মাহির। আবেগে আপ্লূত হয়ে নায়িকা দিয়েছিলেন মৌখিক সনদ। স্বামীকে উদ্দেশ্য করে বলেছিলেন প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত আলোকচিত্রী মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে।

কিন্তু বিয়ের আড়াই বছর না যেতেই খবর আসে ঢং ঢং করে বাজতে শুরু করেছে মাহি-রাকিবের বিচ্ছেদের ঘণ্টা। শেষ পর্যন্ত এক ছাঁদের নিচেই থাকা হয়নি তাদের। ভালোবাসার পাখি উড়াল দিতেই দুজন দুই পথে পা বাড়ান তারা।

বুধবার দিবাগত রাতে একই গল্পের পুনরায় লেখা হলো ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অর্পিতা সমদ্দারের ক্ষেত্রে। শুভ সামাজিক মাধ্যমে জানিয়েছেন গত ২০ জলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তাদের। এরইমধ্যে শুভকে ছেড়ে নিজের বাড়ি কলকাতায় পাড়ি জমিয়েছেন অর্পিতা। অথচ বিয়ের পর জানিয়েছিলেন জীবনের শেষদিন পর্যন্ত শুভর সঙ্গে থাকতে চান তিনি।

একটু ঘুরে আসা যাক পেছন থেকে। বিয়ের পর অর্পিতার প্রেমে পাগল শুভ বলেছিলেন, ‘অনেক সাধনার পরে কোনো ছেলের ভাগ্যে এমন মেয়ে জোটে। আমি যা বলি, ও সেটা মাথা পেতে নেয়। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। ওর মধ্যে এখনো ছেলেমানুষি আছে। আমি সেটাই বেশি উপভোগ করি।’

অন্যদিকে অর্পিতা বলেছিলেন, ‘অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে।’ আরো বলেছিলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত সেটা বজায় রাখতে চাই।’ কিন্তু এক দশক না যেতেই পাল্টে হিসাব নিকাশ এতটাই পাল্টে গেল যে যার সঙ্গে শেষদিন পর্যন্ত থাকতে চেয়েছিলেন তাকেই ছেড়ে চলে গেলেন।

কাগজপত্র নবায়নের মেয়াদ বাড়িয়েছে বিআরটিএ

বিয়ের আগে থেকেই ঢাকায় থাকতেন কলকাতার অর্পিতা। কাজ করতেন একটি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে। শুভর সঙ্গে সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধুত্বের মাধ্যমে। জানাশোনার বছর খানেক পর ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তারা।