বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে খোলামেলা পোশাক পরিধান করে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তার বডি ফিটিং পোশাকের কারণে নাচটি অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরেই শুরু হয় বিতর্ক।
এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন মাহি। তিনি জানান, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে এবং তার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে। মাহি বলেন, “আমি ইভেন্টে এক ঘণ্টা পারফর্ম করেছি, সেখানে অনেক ধরনের মুদ্রা ছিল। কিন্তু কিছু অংশ জুম করে ভিডিও প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত খারাপভাবে ফুটে উঠেছে। এটা সঠিক কাজ হয়নি।”
এছাড়া, অভিনেত্রী আরও জানান, “অনেকের মনে হয়েছে, আমি কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু সেটা সত্য নয়। কস্টিউমের ভেতরে আমি আরো দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটি পুরোপুরি বডি ফিটিং ছিল, তাই এমনটি মনে হতে পারে।”
মাহি কিছুটা আক্ষেপের সুরে বলেন, “আমাদের কাছে নিজের কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই, তাই অনেক সময় আমরা চাইলেও সবকিছু পরিবর্তন বা প্রস্তুত করতে পারি না। আর এই কস্টিউমটি পেয়েছিলাম পারফরম্যান্সের একদিন আগে, তাই পরিবর্তন করারও সুযোগ ছিল না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।