রেস্টুরেন্টে ইফতারি বিক্রি করছেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের বাহিরে ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি ব্যস্ত। তারই ধারাবাহিকতায় শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা।

গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। রেস্টুরেন্টটি এখনো চালু হয়নি, তবে এর সামনে চলছে ইফতারি বিক্রি।

রোজার দ্বিতীয় দিনে ইফতারি বিক্রির সময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহি। সেখানে গিয়ে তিনি ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, ‘প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’

এ সময় মাহির স্বামী রাকিব সরকারও ছিলেন। লাইভে মাহি ইফতারের বিভিন্ন আইটেম বানানো দেখান। মাহি জানান, রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে, চাঁদরাতে এর উদ্বোধন হবে।

জানা গেছে, মাহির স্বামী রাকিব গাজীপুরের স্বনামধন্য ব্যবসায়ী। সেই গুণে এবার নিজেও শুরু করতে যাচ্ছেন পুরোদমে ব্যবসা। সম্প্রতি গণমাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। তবে তার ব্যবসা মূলত রেস্টুরেন্টের।

মাহি জানান, একটি ভবনের তিন ফ্লোর মিলিয়ে ছয় হাজার বর্গফুটের বেশি আয়তন তার রেস্টুরেন্টের। এখানে দেশি-বিদেশি নানান খাবারের পাশাপাশি রুফটপে থাকছে আড্ডা দেয়ার নজরকাড়া পরিবেশ। সেই রেস্টুরেন্ট সাজাতেই ব্যস্ত সময় পার করছেন নায়িকা।

আড়ালে থাকার কারণে মাহিয়া মাহির মা হওয়ার গুঞ্জন ছড়ায়। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহি বলেন, ‘অনেক দিন ধরে চুপচাপ আছি। এজন্য সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আসলে বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।’

রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি বললেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’

রোজার মাসে টিভি পর্দায় ইফতারের কুইক রেসিপির অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাচ্ছে মাহিয়া মাহিকে। অফিসার নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন সম্প্রতি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার দিকে যে অভিযোগে আঙুল তুললেন অভিষেকের স্ত্রী