প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি, যা পরিচালনা করবেন সৈকত নাসির।
ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি-২’ সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা ‘অগ্নি’ না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।”
প্রতিষ্ঠানটি আরও জানায়, “‘অন্তর্যামী’ সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।”
আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। প্রথম সিনেমার সাফল্যের পর এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হলে মাহি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান এবং পরবর্তী সময়ে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ শুরু করেন। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর ২০২৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে ফেরার কথা ছিল তার, কিন্তু প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণে সেই কাজটি শেষ হয়নি।
সম্প্রতি শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় মাহিকে। তবে ‘অন্তর্যামী’ দিয়েই মূলধারার সিনেমায় তার পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।