বিনোদন ডেস্ক: ফেসবুকে বেশ সক্রিয় ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। তবে মাঝেমধ্যে তার কিছু রহস্যাবৃত স্ট্যাটাস ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন, বিতর্কের জন্ম দেয়।
তেমনই এবার মাহির এক স্ট্যাটাস ঘিরে নতুন গুঞ্জন চলছে – সংসার ভাঙছে অভিনেত্রীর। বিচ্ছেদের পথে হাঁটছেন আবারও।
গত ১৬ মে বিকালে ফেসবুকে একটি ছবি শেয়ার দেন মাহি। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে’।
মাহির ওই ক্যাপশন থেকেই প্রশ্ন ওঠে, কাকে সুখে থাকার কথা বলছেন তিনি? তার কাছ থেকে দূরেই বা আছেন কে?
ভক্তদের সন্দেহ তীর উঠে স্বাভাবিকভাবেই রাকিব সরকারের দিকে। শুরু হয়ে যায় গুঞ্জন।
এবার বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। সেই ফেসবুকের মাধ্যমেই।
শুক্রবার মাহির স্বামী রাকিব সরকার ফেসবুকে মাহির সঙ্গে একটি ছবি শেয়ার করে জানালেন, সুখেই আছেন তারা। স্ট্যাটাসটি নায়িকা মাহিকেও ট্যাগ করে দিয়েছেন রাকিব। স্ট্যাটাসটি পোস্টের পর ২১ ঘণ্টায় ১০ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে।
ছবিতে দেখা যায়, গাড়ির ড্রাইভিং সিটে কালো পাঞ্জাবি পরা রাকিব, পাশের সিটেই কালো বোরকা পরা মাহি। স্বামীর হাত ধরে, মাথায় মাথা ঠেকিয়ে রোম্যান্টিক ভঙ্গিমায় সেলফিবন্দি হয়েছেন মাহি।
ছবির ক্যাপশনে রাকিব লিখেছেন, হ্যাপি ফ্রাইডে।
এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টে কেউ কেউ লিখেছেন, সকল গুজব মিথ্যা প্রমাণিত হলো। দোয়া ও শুভ কামনা রইল।
প্রসঙ্গত, নায়িকা মাহিয়া মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। প্রায় পাঁচ বছর সংসারের পর গেল বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে নায়িকার। এরপর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।
বাংলাদেশের যেসব নামি-দামি তারকা প্লাস্টিক সার্জারি করিয়েছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।