দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

মাহি

বিনোদন ডেস্ক : ‘‘আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই’’

মাহি

গত মাসে আমেরিকার ভিসা পেলেন। কবে যাচ্ছেন?

দুই বছর আগে আবেদন করেছিলাম।

এত দিন অপেক্ষার পর অবশেষে ভিসা যখন পেলাম তখন ফারিশ এসেছে কোলজুড়ে। এখন ওর পাসপোর্ট করাতে হবে, ভিসা নিতে হবে। নইলে ওকে রেখে একা কিভাবে যাব! অপেক্ষার আর শেষ নেই।

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিটি কী নিয়ে?

থ্রিলার গল্প।

এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করব আমি। এই ধরনের চরিত্রে অভিনয় করতে দারুণ লাগে, বেশ চ্যালেঞ্জিং মনে হয়।
এই ছবির জন্য ওজন কমাবেন বলেছিলেন…

আর বলবেন না। ওজন কমাতে গিয়ে বাড়িয়ে ফেলেছি! প্রতিদিন ভাবি ভাত খাব না।

লাভ কী! ভাত না খেয়ে পাস্তা, বার্গার, পিত্জা খাচ্ছি। জানি না পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক স্যার আমাকে দেখে ভয় পান কি না! খুব চিন্তায় আছি। তবে শুটিংয়ের আরো পাঁচ দিন বাকি, এই সময়ে কিছু একটা করে ফেলব।
ছবির নায়ক নবাগত মুন্না খান। তিনি ছবির প্রযোজকও।

তাঁর সম্পর্কে কী বলবেন?

শুনেছি, অভিনয়সহ আনুষঙ্গিক বিষয়াদির তালিম নিয়েই অভিনয়ে এসেছেন তিনি। পরিচালক তাঁর ওপর ভরসা করেছেন, আমি পরিচালকের ওপর ভরসা করেছি।

সামনে সংসদ নির্বাচন। এবারও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব।

এবারও কি চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে নমিনেশন চাইবেন?

এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য কোটি কোটি টাকা নেন যে তারকারা

নতুন আর কোনো ছবি বা ওয়েবের কাজ করছেন?

এখন ফারিশকেই সময় দিচ্ছি বেশি। তা ছাড়া প্রতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল, মিটিং তো আছেই। সেই সঙ্গে ব্যবসাটাও দেখতে হচ্ছে। ফলে হাতে অনেক প্রস্তাব এলেও গ্রহণ করতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোদমে শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে। তখন ফারিশও একটু বড় হবে। মা ছাড়া থাকতে পারবে।