জুমবাংলা ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। শনিবার (২৫ জানুয়ারি) বিস্ফোরক মামলায় তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম।
শুক্রবার রাত ১২টায় উপজেলার সারুটিয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চাটমোহর থানা ও ডিবি পুলিশ।
ওসি মনজুরুল আলম জানান, এ মামলায় এখন পর্যন্ত ৩৮ জন অজ্ঞাতনামা আসামি গ্রেফতার হয়েছে। সন্দেহভাজন আসামিদের মধ্যে ২৫ থেকে ৩০ জন জামিনে রয়েছেন। আজিদা পারভীন পাখিকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, গত বছরের ৮ অক্টোবর চাটমোহরের হান্ডিয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। এজাহারভুক্তদের একজন পুলিশের হাতে আটক ও একজন আদালতে আত্মসমর্পণ করে জেলে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।