বাজারে মাহিন্দ্রা থার আসছে ইলেকট্রিক ভার্সনে

স্টিয়ারিং হুইলটি ৩-স্পোক

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাহিন্দ্রার জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি থার। এই অফরোডার আসছে ইলেকট্রিক ভার্সনে। বৈদ্যুতিক থার মডেলের লুক ও ডিজাইন মাহিদ্রার আইসিই ভ্যারিয়েন্টের দ্বারা অনুপ্রাণিত।

স্টিয়ারিং হুইলটি ৩-স্পোক

এই গাড়িতে থাকছে রাগড ফ্রন্ট বাম্পার, রেক্ট্যাঙ্গুলার ফ্রন্ট ফ্যাসিয়া। ইলেকট্রিক এসইউভিতে দেওয়া হচ্ছে স্কোয়্যার এলইডি হেডল্যাম্প এবং টেইল লাইটস। আবার গাড়িটির টেইলগেট মাউন্টেড স্পেয়ার হুইল এবং ফ্লেয়ার হুইলও অনেকটা এই মুহূর্তের বাজার-চলতি থারের মতোই।

গত ১৫ আগস্ট গাড়িটির কনসেপ্ট ইভি দক্ষিণ আফ্রিকার একটি ইভেন্টে প্রথমবার দেখানো হয়। তারপর থেকে মাহিন্দ্রা থার ইলেকট্রিক লঞ্চ নিয়ে জল্পনা বাড়তে থাকে।

মাহিন্দ্রা তার ইলেকট্রিক ভেহিকলের জন্য ইনগ্লো প্ল্যাটফর্ম চালু করছে ২০২৫ সালে। ঠিক তারপরেই ২০২৬ সালে মাহিন্দ্রা থার ইভি গাড়িটি বাজারে আসবে।

যদিও এখনও পর্যন্ত মাহিন্দ্রা এই গাড়ির টেকনিক্যাল কোনও স্পেসিফিকেশন সম্পর্কে জানায়নি। তবে কার দেখোর একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, মাহিন্দ্রা ইতিমধ্যেই তার থার ইলেকট্রিক এসইউভির জন্য পেটেন্ট ফাইল করেছে। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, গত ১০ আগস্ট গাড়িটির অফিসিয়াল উন্মোচনের ঠিক ৫ দিন আগে তার পেটেন্ট ফাইল করা হয়।

মেট্রোরেলে মতিঝিল যেতে কোন স্টেশন থেকে কত ভাড়া

ইলেকট্রিক থার গাড়িটির কেবিনের ডিজাইন যতটা সম্ভব মিনিমালিস্টিক রাখা হয়েছে। তার ড্যাশবোর্ডে থাকছে সেন্ট্রাল টাচস্ক্রিন এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

স্টিয়ারিং হুইলটি ৩-স্পোক ইউনিটের, যাতে হ্যাপটিক সুইচ এবং ‘থার ডট ই’ লোগো দেওয়া হয়েছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, মাহিন্দ্রার ইলেকট্রিক এসইউভির দাম হতে পারে ভারতে ২৫ লাখ রুপির কাছাকাছি।