বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাহিন্দ্রা স্করপিও এন-এর কার্বন এডিশনের সফলতার পর এবার এক্সইউভি৭০০-ও এসেছে একটি নতুন কালো সংস্করণ, ‘এবনি এডিশন’ হিসেবে। লঞ্চের আগে কোম্পানি সামাজিক মাধ্যমে একটি টিজার প্রকাশ করেছে, যেখানে নতুন সংস্করণের ঝলক দেখা গেছে।
এ সংস্করণে যান্ত্রিক কোনো পরিবর্তন না থাকলেও, বাহ্যিক ও অভ্যন্তরীণ ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এক্সইউভি৭০০ এবনি এডিশনের বাইরের রঙ পুরোপুরি কালো থাকবে। নামের সঙ্গে সঙ্গতি রেখে, এতে ক্রোম গ্রিলের পরিবর্তে কালো গ্রিল ব্যবহৃত হয়েছে, যা স্করপিও এন কার্বন এডিশনের মতো। এছাড়া, ১৮ ইঞ্চির কালো অ্যালয় হুইল ব্যবহৃত হবে, যা গাড়িটির আকর্ষণ বাড়াবে।
ভেতরে, ড্যাশবোর্ড ও এসি ভেন্টের কালো উপাদান ব্যবহৃত হবে। আইভরি রঙের গৃহসজ্জার পরিবর্তে কালো অভ্যন্তরীণ সজ্জা রাখা হয়েছে। তবে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম অপরিবর্তিত থাকবে।
এবনি এডিশন এক্সইউভি৭০০-এর শীর্ষস্থানীয় ভ্যারিয়েন্টে ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে, যা ১৯৭ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করবে। এছাড়া, ২.২ লিটার ডিজেল ইঞ্জিন দুটি শক্তি বিকল্পে থাকবে—১৮২ হর্সপাওয়ার ও ৪২০ এনএম টর্ক অথবা ১৫২ হর্সপাওয়ার ও ৩৭০ এনএম টর্ক।
এই নতুন সংস্করণটি গাড়ি প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে, এবং কালো রঙের এই স্টাইলিশ ডিজাইন এক্সইউভি৭০০-কে আরও প্রিমিয়াম এবং আধুনিক করে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।