আফগানদের প্রতি পাকিস্তানি অভিনেত্রী মাহিরার সহানুভূতি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দেশটিতে বসবাসরত আফগানদের প্রতি সমবেদনা দেখিয়েছেন। তিনি বলেছেন, আফগানদের এখনো আমাদের দয়ার প্রয়োজন।

কয়েক দশক ধরে সহায়তা করে আসা আফগানদের আরও সাহায্য করার জন্য এই অভিনেত্রী আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি এ আহ্বান জানান। পোস্টটিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) জ্যাকেট পরা জনপ্রিয় এই অভিনেত্রীর একটি ছবি রয়েছে, যাতে দেখা গেছে কিছু আফগান নারী তাকে ঘিরে রয়েছেন।

ইউএনএইচসিআরের জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর মাহিরা লিখেছেন, ‘কেউ পছন্দ করে তাদের বাড়ি ছেড়ে যায় না।’

পাকিস্তানের ‘আতিথেয়তার ঐতিহ্য’ তুলে ধরেন তিনি গর্ব বোধ করেন। তিনি বলেন, পাকিস্তান চার দশক ধরে আফগানদের নিরাপত্তা দিয়েছে।

তিনি বলেন, যারা স্বদেশে ফিরে যাচ্ছেন তাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের এখনো আমাদের দয়া এবং সমবেদনা প্রয়োজন।

তারা ফিরে গেলে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই অভিনেত্রী।

২০২১ সালের আগস্টে দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে কঠোর শরিয়া আইন জারি করে তালেবান। তালেবান আবার ক্ষমতা দখলের পর কয়েক লাখ আফগান নাগরিক পাকিস্তানে পালিয়ে আসে বলে ধারণা করা হয়। তবে কয়েক দশক ধরে আফগানিস্তানে চলমান সংঘাতের কারণে কয়েক লাখ আফগান নাগরিক এরই মধ্যে সেখানে বসবাস করছে।

এ কারণে পাকিস্তানকে বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থীদের আশ্রয়দাতা দেশ বলা হয়।

আফগানিস্তানে ভয়াবহ অর্থনৈতক সংকট এবং নারীদের ওপর তালেবান সরকারের নানা নিষেধাজ্ঞার বিষয়গুলো মাথায় নিয়েই পাকিস্তান থেকে স্বদেশে ফিরতে বাধ্য হচ্ছে আফগানরা।