নায়িকা মাহিয়া মাহির রহস্যময় ফেসবুক পোস্ট

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি শনিবার (২৯ জুলাই) নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। দেখানে লেখা ছিলো, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।’ এরপর থেকেই গুঞ্জন ওঠে আবারও মা হতে যাচ্ছেন মাহি। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি।

সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘আমি মা হতে যাচ্ছি, এটা সত্য নয়। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম।’ ওই স্ট্যাটাসের মাধ্যমে আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল’— এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ছেলের নাম মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।