স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে আসছে একের পর এক দুঃসংবাদ। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এই মাসের শেষেই। কিন্তু তার আগেই একের পর এক ইনজুরির হানা টাইগারদের শিবিরে। সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ টেস্ট সিরিজে খেলবেন না সেটি প্রায় নিশ্চিত। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। তবে সেই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
রিয়াদের কাঁধের চোট ভাবিয়ে তুলছে টিম ম্যানেজম্যান্টকে। বিসিবির মেডিকেল টিম জানাচ্ছে তার চোটের যে ধরন, তাতে পুরোপুরি সেরে উঠতে ৫ থেকে ৭ সপ্তাহ লেগে যাবে। এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন শঙ্কার কথা। এ ব্যাপারে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে পাওয়ার সম্ভাবনা কম (নিউজিল্যান্ড সফরে)। ডাক্তারের রিপোর্ট এলে নিশ্চিত করে বলা যাবে, এখন সে কী অবস্থায় আছে, তবে সম্ভাবনা কম।’
বিশ্বকাপে এবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেছিলেন ২৮ বলে ৩২ রান। সেদিনই ব্যাটিংয়ে রান নেওয়ার সময়, ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান এই অলরাউন্ডার।
দেশে ফেরার পর মাহমুদউল্লাহর কাঁধে স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর তৈরি হয়েছে নানা শঙ্কা। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইদের বিপক্ষে। সাথে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও। এর আগে নভেম্বরের শেষে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল দুটি টেস্ট ম্যাচখেলার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।