স্পোর্টস ডেস্ক : গত কয়েক মাস ধরেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান এশিয়া কাপে অভিজ্ঞ এই মিডল-অর্ডার ব্যাটারের জায়গা না পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তাকে দলে ফেরাতে মানববন্ধন করতেও দেখা গেছে ক্রিকেটভক্তদের। এবার আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে রিয়াদ থাকবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে এরই মধ্যে নতুন সুসংবাদ রিয়াদের রাজত্বে। তাকে সুখবর দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল।
আসন্ন ২০২৪ বিপিএলে বরিশালের হয়েই ২২ গজ মাতাবেন এই ক্রিকেটার। রিয়াদের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কেও বরিশালের হয়ে খেলতে দেখা যাবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এশিয়া কাপের সুপার ফোরে খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বিকেল সাড়ে তিনটায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
অন্যদিকে বিপিএলের আগের আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিমও এবার বরিশালের জার্সিতে খেলবেন। এরই মধ্যে তাকে দলটির নেতৃত্বভারও দেওয়া হয়েছে। এ ছাড়া এই দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।