জাহিদ ইকবাল : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আগের তুলনায় সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে তার স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ–২ এ একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মেডিকেল বোর্ড সূত্রে জানা যায়, গতকাল ১৬ জানুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে বিএমইউ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
আজ দুপুর ১২টায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ শেষে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মুকিত জানান, মান্নার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো ও স্থিতিশীল রয়েছে। সার্বিকভাবে তার কন্ডিশন সন্তোষজনক। চিকিৎসার অংশ হিসেবে আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো আশঙ্কা নেই এবং সবকিছু অনুকূলে থাকলে আগামীকালের মধ্যেই তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে। দ্রুত আরোগ্য লাভ করবেন বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেন।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন:
১. অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ
চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ ও উপ-উপাচার্য (প্রশাসন), বিএমইউ
২. অধ্যাপক ডা. এ. এইচ. হামিদ আহমেদ
চেয়ারম্যান, নেফ্রোলজি বিভাগ, বিএমইউ
৩. অধ্যাপক ডা. এম. এ. মুকিত
চেয়ারম্যান, কার্ডিওলজি বিভাগ, বিএমইউ
৪. অধ্যাপক ডা. খোরশেদ আহমেদ
কার্ডিওলজি বিভাগ, বিএমইউ
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
৫. অধ্যাপক ডা. মোঃ আবু সেলিম
কার্ডিওলজি বিভাগ, বিএমইউ
৬. ডা. লোহানী মোঃ তাজুল ইসলাম
সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বিএমইউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


