কলকাতার জনপ্রিয় জুটিকে নিয়ে মাহতিম শাকিবের চমক (ভিডিও)

বিনোদন ডেস্ক : একের পর এক কাভার গান করে আলোচনায় আসেন শিল্পী মাহতিম শাকিব। তবে তিনি প্রমাণ করেছেন, তার কণ্ঠে মৌলিক গানও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। এবার রিয়াদ অনিকের কথায় ‘হয়ে আছি তোর’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। তার গানের ভিডিওচিত্রে কেমিস্ট্রি জমিয়েছেন কলকাতার জনপ্রিয় জুটি সঞ্জনা ব্যানার্জি ও জন ভট্টাচারিয়া।

এর আগে কলকাতার জনপ্রিয় শিল্পী অনুপম রায় ও জিৎ গাঙ্গুলির গানে মডেল হয়েছেন সঞ্জনা-জন। তবে বাংলাদেশের গানে এবারই প্রথম। এ দেশের মানুষ তাদের কাজটি ভালোবেসে গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এই জুটির।

জেএসই মিউজিকের ব্যানারে মাহতিম শাকিবের গাওয়া ‘হয়ে আছি তোর’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কম্পোজিশনও করেছেন রিয়াদ অনিক। তিনি আরটিভি নিউজকে জানান, ‘মাহতিম শাকিব দারুণ প্রতিভাবান গায়ক। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা ছেয়ে আছে। আমি বরাবরই তার গায়কীতে মুগ্ধ হয়েছি। নতুন গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’

রিয়াদ অনিক আরও বলেন, ‘জেএসই মিউজিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এটি একটি গ্লোবাল প্রজেক্ট। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র- এই তিন দেশের সমন্বয়ে কাজটি হয়েছে।’

মাহতিম শাকিব জানান, ‘আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। রিয়াদ অনিক ভাইয়ের গানের কথা অসাধারণ। ইফতেখারুল লেনিন ভাইও দারুণ মিউজিক প্রোগ্রামিং করেছেন। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি এই কাজটি সবার মনে ধরবে।’

Hoye Achhi Tor | New Bengali Song | Mahtim Shakib | John | Sanjana | Riyadh | Lanin | JSE Music

গানটির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজক জোনাই সিং নিউইয়র্ক থেকে জানান, ‘বাংলাদেশের সঙ্গে এটি আমাদের প্রথম কাজ। তবে আমি নিশ্চিত যে, এটিই শেষ নয়। গানটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আমি মনে করি, গানটি শ্রোতাহৃদয়ে জায়গা করে নিবে।’

অন্যদিকে ভিডিওচিত্রের নির্মাতা হিমাদ্রি ঘোষ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালো। দর্শকদের দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে গানটি দেখার অনুরোধ রইলো।’

সম্মান ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ: হিরো আলম