জুমবাংলা ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে মাইমুনা নামে ১৫ বছরের এক কিশোরী।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত মাইমুনা উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফয়েজউল্যাহর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় কিশোরী মাইমুনাকে রাগারাগি করেছিলেন তার বাবা-মা; এমনটাই দাবি করেছেন ওই কিশোরীর স্বজনরা। তবে অন্যভাবে আমরা জানতে পেরেছি প্রেম ঘটিত কারণে মাইমুনার বাবা-মা তাকে রাগারাগি করেছেন। যার জন্যই মঙ্গলবার সকালে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মাইমুনা আত্মহত্যার চেষ্টা করে। গ্যাস ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পর মাইমুনাকে বমি করতে দেখে তার মাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় কিশোরী মাইমুনা। তবে কী কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।