কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) ও মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্থানীয়দের বরাতে অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান বলেন, দুপুরে মিঠামইন থেকে ১৫-২০ জন পিকআপে মানতের একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশে রওনা দেন। অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিলে আরেকজন মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


