আন্তর্জাতিক ডেস্ক : বাইরের তাপমাত্রা তখন মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস। মাঝ আকাশে উড়ছিলো উড়োজাহাজ। কিন্তু হঠাৎ কেবিনের ভেতর বাতাসের চাপ কমে গেল। যাত্রীদের মালপত্র উড়তে শুরু করল।
কিছু মালপত্র নিচেও পড়ল। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির যাত্রীরা। সাইবেরিয়ার প্রত্যন্ত শহর থেকে রাশিয়ার উপকূলে যাওয়ার পথে একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে গত সোমবার। ভয়ংকর এ যাত্রার সাক্ষী হলেন রাশিয়ার এএন-২৬ উড়োজাহাজের যাত্রীরা।
এনডিটিভি ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে,পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক এলাকার মগন থেকে উড়োজাহাজটি যাত্রা শুরু করেছিল। যাওয়ার কথা ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। উড়োজাহাজে ছিলেন ২৫ জন যাত্রী। পাইলটসহ ক্রু সদস্য ছিলেন আরও ছয়জন। যাত্রা শুরুর কিছু সময়ের মধ্য উড়োজাহাজটি কয়েক হাজার ফুট ওপরে উঠে যায়। সাইবেরিয়া অঞ্চলে হওয়ায় ওই উড়োজাহাজের বাইরের তাপমাত্রা ছিল মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস। ওড়ার কিছু সময় পরেই হঠাৎ পেছনের দরজা খুলে যায়। এরপরই পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।
✈️ Nothing unusual: in Russia, the door of the plane opened right during the flight at an altitude of several kilometers
An-26, flying from Magan to Magadan, suddenly depressurized – judging by the video, which was filmed by one of the passengers, the back door was half opened. pic.twitter.com/GdBFdHdRML
— Oriannalyla 🇺🇦 (@Lyla_lilas) January 9, 2023
উড়োজাহাজের এক যাত্রীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, পেছনের দরজাটি খোলা। এটা দেখে যাত্রীরা ভয়ে আতঙ্কিত। বাতাসে উড়োজাহাজের ভেতরে থাকা পর্দাগুলো উড়তেও দেখা গেছে।
বাসার গ্যাস লাইন লিক, বিড়ালের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল মালিকের
উড়োজাহাজের যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তারা। অনেকের কেবিনে থাকা মালপত্র হারিয়ে গেছে। উড়োজাহাজটি ৪৩ বছরের পুরোনো। উড়োজাহাজটি ১৯৭৯ সাল থেকে আকাশে উড়ছে। রাশিয়ারা কর্মকর্তারা বলেছেন, তারা এ ঘটনার কারণ অনুসন্ধান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।