বিনোদন ডেস্ক : শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের থানাগুলোতে হয়েছে হামলা। এতে ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। এমন পরস্থিতিতে বিভিন্ন এলাকা থেকে আসছে ডাকাতির খবর। ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা। অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও দেখা গেছে দা-বটি হাতে, রাস্তায় নামতে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।
ফেসবুক স্টোরিতে বটি হাতে ছবি পোস্ট করে বাঁধন লিখেছেন, ‘মাঝরাত’।
স্টোরিতে বাঁধনের ছবি দেখে একজন লিখেছেন, ‘আপনার সাহসিকতা দেখে আমি মুগ্ধ। আপনি যেদিন কান উৎসবে দাঁড়িয়ে ছিলেন। সবাই হাত তালি দিচ্ছিল তখন খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল, পুরো বাংলাদেশটাকে সম্মান জানানো হচ্ছে। আজ যেই সাহসিকতা দেখালেন, স্যালুট।’
অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের হাইকমিশনার
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সোচ্চার অবস্থানে ছিলেন আজমেরি হক বাঁধন। আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের দুটি দলে বিভক্ত হতে দেখা যায়। একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান জানাতে গিয়েছিলেন ফার্মগেটে। অন্য একটি পক্ষ গিয়েছিলেন বিটিভি’র ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে। সেদিন বৃষ্টিতে ভিজে ছাত্র-হত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ‘রেহানা মারিয়াম নূর’খ্যাত এই অভিনেত্রীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।