আকাশপথের ভ্রমণ সবসময়ই অনেকের কাছে কৌতূহলের বিষয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। দাবি করা হচ্ছে, দীর্ঘ দূরত্বের ফ্লাইট চলাকালীন বিমানের অটোপাইলট মোড চালু থাকলে কিছু পাইলট ও বিমানসেবিকা নিজেদের মতো করে সময় কাটান।
‘সিয়েরা মিস্ট’ নামে এক কেবিন ক্রু সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আকাশযাত্রার সময় পাইলট ও বিমানসেবিকাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং অনেক সময় ককপিটেই তাঁদের আড্ডা বসে। তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে পাইলট কেবিন ক্রুকে ককপিটে ডাকতে পারেন। তবে সেই নিয়মের অপব্যবহার হয়েছে কি না, তা নিয়েই চলছে আলোচনা।
শুধু ককপিট নয়, বিমানে একটি বিশেষ জায়গা থাকে—ক্রু রেস্ট ডেক, যা সাধারণ যাত্রীরা দেখতে পান না। দীর্ঘ ফ্লাইটে বিশ্রামের জন্য এটি ব্যবহৃত হয় কেবিন ক্রুদের। সেখানেও অনেক সময় তাঁদের ব্যক্তিগত আড্ডা হয় বলে দাবি করেছেন ওই কর্মী।
তবে এই বক্তব্য কতটা সত্য, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, এসব ঘটনা হয়তো অতিরঞ্জিত, আবার কেউ কেউ মনে করছেন—এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও পাল্টা যুক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।