বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং তাদের ফোনে অ্যানড্রয়েড ভিত্তিক নিজস্ব ইউজার ইন্টারফেস ব্যবহার করে। যা ওয়ান ইউআই নামে পরিচিত। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ইউজার ইন্টারফেসের আপডেট আনার। যার ভার্সন ওয়ান ইউআই ৭।
স্যামসাংয়ের নতুন এই ইউজার ইন্টারফেস অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমকে ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। যা অ্যানড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেমের ভার্সন।
কোম্পানি জানিয়েছে এই সফটওয়্যার আপডেট এই বছরেই রোল আউট করা হবে। এই আপডেটের পরে ফোনের রূপও পরিবর্তন হবে।
ইতিমধ্যে বেটা টেস্টারটের জন্য উন্মুক্ত হয়েছে ওয়ান ইউআই ৭।
যদিও স্যামসাং এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে টেক ব্লগ সাইটগুলোর প্রতিবেদন অনুযায়ী, আপডেটটি ইনস্টল করলে স্যামসাং ফোনে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে ইন্টারফেসে। ফোনে পাওয়া যাবে পুরনো ফিচারের নতুন ইন্টারফেস। তাই বলা যায়, স্যামসাং ফোন নতুন করে সাজতে চলেছে। কেননা, এই প্রথম স্যামসাং তাদের ইউজার ইন্টারফেসে এআই যুক্ত করতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।