আপনার স্মার্টফোনে হয়ত এখনও Android 12 আপডেট আসেনি। তবে কিছু কৌশল অনুসরণ করলে আপনি পুরো ডিজাইনে চমৎকার পরিবর্তন আনতে পারবেন যেনো মনে হবে সদ্য ক্রয় করা হ্যান্ডসেট হাতে নিয়েছেন।
প্রথমত বাহিরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে, এ সময় খেয়াল রাখতে হবে ডিসপ্লের উপর যেনো অতিরিক্ত চাপ না পড়ে। এরপর আপনাকে সফটওয়ার নিয়ে ৫ মিনিট কাজ করতে হবে। ৫ মিনিটে কাস্টোমাইজ করে আপনি নতুনত্ব নিয়ে আসতে সক্ষম হবেন।
অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন
হোম স্ক্রীন এর সকল অ্যাপ্লিকেশনের দিকে নজর দিন। যেসব অ্যাপ আপনার দরকার হচ্ছে না তা ডিলিট করে দিন। ডিভাইসের মূল্যবান জায়গা নষ্ট হওয়ার সুযোগ দেওয়া উচিত না। তাছাড়া অনুমতি না নিয়ে এসব অ্যাপস ব্র্যাকগ্রাউন্ডে সন্দেহজনক কাজ করছে বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে এমনটিও হতে পারে। অনেক অ্যাপ্লিকেশন স্বাভাবিক উপায়ে ডিলিট করা যায় না। তখন বিকল্প উপায় খুঁজতে হবে।
পুরোনো ফাইল ডিলিট করুন
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডিলিট করাই যথেষ্ট না। পুরোনো দিনের ফাইল আপনার স্টোরেজের জায়গা নষ্ট করছে। সেগুলোও ডিলিট করে দিন। এ ফাইল আপনার ফোনের গতি কমিয়ে দিচ্ছে। অ্যানড্রয়েড এর প্রত্যেক ব্র্যান্ড এ ফাইল ম্যানেজার নামক অ্যাপ্লিকেশন থাকে। ডিভাইসের সব ফাইল ম্যানেজ করার জন্য এ ধরনের সফটওয়ারের দরকার হয়।আপনার উচিত হবে ডাউনলোড ফোল্ডারটি চেক করে দেখা ও পুরোনো দিনের ফাইল ডিলিট করে দেওয়া।
হোম স্ক্রীন সেটিংস পরিবর্তন
হোম স্ক্রীন এর পুরো ডিজাইনে আপনি পরিবর্তন আনতে পারেন। নতুন আইকন ডিজাইন নিয়ে আসতে পারেন। নতুন Launcher ব্যবহার করতে পারেন। এতে করে ডিসপ্লেতে নতুন স্টাইল যোগ হবে। অ্যাপ এর লে-আউট পরিবর্তন করতে পারেন। হোম স্ক্রীন এর সেটিং এ বেশকিছু অপশন আছে। ঐখানে ৪*৫ গ্রিড এর পরিবর্তে ৫*৫ গ্রিড ব্যবহার করতে পারেন। আপনি আরও অনেক অপশন সেখানে দেখতে পারবেন। নোটিফিকেশন এর স্টাইলও পরিবর্তন করতে পারবেন।
ডিভাইস সেটিংস অপটিমাইজ করুন
সেটিংসের কথা বলা এখন আপনার বিরক্তিকর যে কোনো সেটিংসের মধ্য দিয়ে যাওয়ার এবং পরিবর্তন করার একটি ভাল সময়। আমার কাছে সেটিংসের একটি রাউন্ডআপ আছে যা আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে এটির সর্বাধিক সুবিধা পেতে পরিবর্তন করতে এবং কাস্টমাইজ করতে চান৷
আপনার কাছে বিরক্ত লাগে এ ধরনের সেটিং এ পরিবর্তন নিয়ে আসা উচিত। একই সেটাপ দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ভালো লাগবে না। আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারেন। এটি যেমন ডিসপ্লের সৌন্দর্য্য বাড়ায় তেমনি ব্যাটারির জীবন বাঁচায়। অপ্রয়োজনীয় অ্যাপ আপনার হোম স্ক্রীন এ যেনো না আসে সেটি নিশ্চিত করুন।
Privacy setting কাস্টোমাইজ করুন
আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসি সেটিংস দুবার চেক করুন ৷ আপনার ব্যক্তিগত ডেটার ভান্ডারে বর্তমানে কোন অ্যাপগুলির অ্যাক্সেস রয়েছে তা চেক করে দেখুন ৷ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অনুমতি তাদের কখনো দিবেন না। এতে করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাঁস হয়ে যেতে পারে। অনেক জরুরি সফটওয়ার আছে যা আমাদের চোখ এড়িয়ে যায়। যেমন কম্পাস, বারকোড স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার ইত্যাদি। এ ধরনের অ্যাপস এর কথা ভুলে যাবেন না। কেননা জরুরি দরকারে নানা কাজে এসব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
মঙ্গলগ্রহে এলিয়েনের ‘পায়ের ছাপ’! বিশ্বজুড়ে তোলপাড় এই ছবি নিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।