লাইফস্টাইল ডেস্ক : অনেকে ছবি তুলে সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেখান থেকে অর্থ উপার্জন হয় না। কিন্তু শখের বশে তোলা ছবিও অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। জানাচ্ছেন আরিয়ান আহমেদ।
আরিয়ান আহমেদ একজন সফল উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটার শখের বসে পাশাপাশিই করছেন ফ্যাশন ফটোগ্রাফিও,তিনি শৈশব থেকেই নতুনত্ব নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা নিয়ে মগ্ন থাকতে ভালোবাসতেন, ৩ মার্চ ১৯৯৮ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি, বর্তমানে তিনটি প্রতিষ্ঠানের কর্ণধর তিনি,ফটোগ্রাফি নিয়ে রয়েছে দুইটি প্রতিষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া আ.ই.টি নিয়ে রয়েছে একটি প্রতিষ্ঠান! যারা নাম ছায়ারন্য, আরিয়ান’স ফ্রেম, এবং ইউনিক টেক বিডি.!
তারে সাফল্যের সহযোগী আরেকজনের নাম উল্লেখ করেছেন তিনি মো: নয়ন আহম্মেদ যিনি তার সবগুলো প্রতিষ্ঠানের উপস্থাপনা পরিচালক! এবার আসি সাধারণ মানুষদের নিয়ে তার ভাবনা চিন্তা? অনলাইনে ছবি বিক্রির মাধ্যমে আয় করতে চাইলে কিছু বিশেষ বিষয়ের ওপর ছবি নিয়ে কাজ করতে হবে।
অনলাইন মার্কেটপ্লেসের ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে কাজ করতে পারলে অর্থ উপার্জন করা সম্ভব। যেমনচিত্রাঙ্কন বা আর্ট, ফুড, প্রকৃতি, ট্রাভেল, ফ্যাশন, কালচার বা লাইফস্টাইল, বিনোদন, অ্যাবস্ট্রাক্ট ইত্যাদি। অনলাইনে ছবি বিক্রি করে আয়ের সবচেয়ে ভালো দিক বলা যায়। একই ছবি যতবার বিক্রি হবে ততবারই কমিশন পাওয়া যায়। অর্থাৎ একটি ছবি যদি পাঁচ ডলার কমিশনে ১০ বার বিক্রি হয় তাহলে ১০ বারের জন্য ৫০ ডলার কমিশন পাওয়া যাবে। তাই যত বেশি ছবি আপলোড করতে পারবেন আয়ের পরিমাণ তত বাড়বে।
যদি এক হাজার ছবি আপলোড করেন, তা যদি এক ডলার করে একবারও বিক্রি হয় তাহলে এক হাজার ডলার পরিমাণ অর্থ পাওয়া যাবে। ছবি বিক্রি করার বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে। তাই কোথায় বিক্রি করবেন জেনে নিন। যেমন শাটার স্টক (Shutter Stock) বিশ্বের জনপ্রিয় ফটোগ্রাফির মার্কেটপ্লেস বলা যায় শাটার স্টককে।
এক যুগেরও বেশি সময় ধরে অনলাইনে ছবি বিক্রি করে চলেছে এই মার্কেটপ্লেসটি। মাসে প্রায় ৮০ মিলিয়নের বেশি মানুষ ওয়েবসাইট (মার্কেটপ্লেস) ভিজিট করে। ওয়েবসাইটটিতে প্রায় ২০০ মিলিয়ন ফটোগ্রাফি, ভিডিও ফুটেজ, মিউজিক রয়েছে। রয়েছে কয়েক মিলিয়ন ক্রেতা।
সাইটটি প্রতি ছবি বিক্রির জন্য ২০-৩০ শতাংশ কমিশন দেয়। অ্যাডোবি স্টক (Adobe Stock) অনলাইন মার্কেটপ্লেস হিসেবে নামকরা এবং জনপ্রিয় ওয়েবসাইট অ্যাডোবি স্টক। এই সাইটে তোলা ছবি সহজেই আপলোড করে বিক্রি করা যায়। বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার ভিজিটররা ওয়েবসাইটটি ভিজিট করেন। মার্কেটপ্লেসটিতে নিজের তোলা ছবি এবং ধারণ করা ভিডিও বিক্রি করা যায়। সেজন্য একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে প্রোফাইল বানিয়ে নিতে হবে।
যতবার ছবি বা ভিডিও বিক্রি হবে ততবারই ৩৩ শতাংশ করে কমিশন দেবে। বিগ স্টকফটো (Big StockPhoto) আপনার তোলা ফটোগ্রাফি বিক্রি করে আয় করতে চাইলে বিগ স্টকফটো মার্কেটপ্লেসে কন্টিবিউটর অ্যাকাউন্ট খুলুন। প্রয়োজনে অনলাইন টিউটোরিয়াল দেখে বুঝে নিতে পারেন পদ্ধতিটি।
অ্যাকাউন্ট তৈরি করার পর নিজের ফটোগ্রাফি আপলোড করতে শুরু করুন। ওয়েবসাইটটির নিয়ম অনুযায়ী, আপলোড করা ছবিগুলো রিভিউ করা হবে। রিভিউয়ের পর ছবি যদি ওয়েবসাইটের ইমেজ কালেকশনসে যোগ করা হয়, তারপর যে কেউ আপনার ছবি কিনতে পারবেন।
এরপর প্রত্যেক ছবি ডাউনলোডের জন্য প্রায় তিন টাকা দরে মূল্য দেওয়া হবে। ফটোলাই (Fotolia) জনপ্রিয় কোম্পানি অ্যাডোবিকে কমবেশি সবাই চিনেন। ফটোলাই এদেরই ওয়েবসাইট। ২০১৯ সালে মার্কেটে ওয়েবসাইটটি এলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতি মাসে এখানে প্রায় ৪৫ মিলিয়ন ভিজিটর ভিজিট করে। প্রতিযোগিতা কম থাকায় কাজ করতে সুবিধা।
ছবি ভালো হলে সহজে অ্যাপ্রুভ পাবেন। এই সাইটের সব ছবিই ভালো দামে বিক্রি হয়। গেটি ইমেজস (GettyImages) সাধারণত প্রকৃতি (নেচার) এবং ইমোশন টাইপের ফটোগ্রাফির চাহিদা সবচেয়ে বেশি। ছবির দামও একটু বেশি।
প্রতি মাসে প্রায় ৫০ মিলিয়ন ভিজিটর সাইটটি ভিজিট করে। ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে ছবি বিক্রি করতে পারেন তাহলে ভালো টাকা আয় করা সম্ভব। প্রতি ছবির জন্য ২০ শতাংশ কমিশন দেয় সাইটটি। ড্রিমসটাইম (Dreamstime) ছবি বিক্রির আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট ড্রিমসটাইমডটকম। মাসে প্রায় ২০ মিলিয়নেরও বেশি মানুষ এটি ভিজিট করে। ড্রিমসটাইমের তথ্য মতে, প্রতি মাসে প্রায় এক মিলিয়নের মতো ছবি সাইটটি থেকে বিক্রি হয়।
প্রতি ছবির জন্য ৩০-৪৫ শতাংশ কমিশন দিয়ে থাকে সাইটটি। কেনস্টক ফটো (Canstock Photo) এই সাইটটি প্রত্যেকবার ছবি ডাউনলোডের জন্য ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে। বর্তমানে অন্যতম ফাস্ট এবং ফেয়ার একটি ওয়েবসাইট। অ্যাকাউন্টে ৫০ ডলার ইনকাম হলেই উইথড্র করতে পারবেন। ওয়েবসাইটটি থেকে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত কমিশন, ফাস্ট সাবমিশন সুবিধা, মাত্র ৫০ ডলার হলেই উইথড্র করার অনুমতি, সহজ এবং দ্রুত উইথড্র করার সুযোগ রয়েছে।
সাইটটিতে রেজিস্ট্রেশন করাও খুব সহজ। রেজিস্ট্রেশন করতে হলে অ্যাপ্লিকেশনের সঙ্গে কমপক্ষে তিনটি ছবিও পাঠাতে হয়। ছবির মান ভালো হলে এক দিনের মধ্যেই রিপ্লাই পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।