বিনোদন ডেস্ক : গত সেপ্টেম্বর মাসে নিজের ফেসবুক প্রোফাইলে নতুন ছবি আপলোড করেন নির্মাতা ডায়েল রহমান। যেখানে আছে তাঁর বড় দাড়ি ও মাথায় টুপি। কিন্তু নিজের মুখের ওপর বসিয়ে দেন ‘লাভ’ ইমো। যেন অবয়বটা দেখা না যায়। গত অক্টোবর মাসেও একই কায়দায় প্রোফাইল ছবি পরিবর্তন করেন নির্মাতা।
বিষয়টি নিয়ে জানতে আজ (৮ ডিসেম্বর) যোগাযোগ করা হলেও উত্তর পাওয়া যায়নি। তবে সকালে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি ইসলামের পথে চলছেন।
নির্মাতা ডায়েল রহমান ১৭ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত। অসংখ্য নাটকের পাশাপাশি ঐতিহাসিক চরিত্র নিয়ে একাধিক চলচ্চিত্র তৈরির সঙ্গেও যুক্ত তিনি। তাঁর নির্দেশনায় কাজ করেছেন চিত্রনায়িকা পপি, আমিন খান, ডিএ তায়েব, জিয়াউল ফারুক অপূর্ব, বিদ্যা সিনহা মিম এবং ওপার বাংলার ঝিলিকখ্যাত তিথি বসুসহ অনেকে।
ডায়েল রহমান বলেন, ‘আমি একজন ক্ষুদ্র মানুষ গুনাহগার ১৭ বছর চলচ্চিত্র, নাটক নির্মাণ করেছি। গত প্রায় নয় মাস যাবত উক্ত কাজগুলোকে পরিসমাপ্তি ঘটিয়েছি। এই ১৭ বছর কাজ করাকালীন অবস্থায় অনেকেরই সঙ্গে ওঠাবসা হয়েছে অনেক কাজও করা হয়েছে। যদি কেউ আমার কথা, কাজ বা ব্যবহারে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।’
নিজের পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামিক জীবনধারায় ধীরে ধীরে অনেক কিছু জানতে পেরেছি। যতই জানছি ততই অবাক হচ্ছি, যে আসলে পথ কোনটা! মৃত্যুর পর কবর, হিসাব-নিকাশ আরো অনেক কিছু! যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর সবাইকে পর্দা, হালাল ও নামাজ পড়ার তৌফিক দান করুন।’
ডায়েলের সবশেষ সম্পন্ন করা চলচ্চিত্র হলো ঈশা খাঁ। যেখানে অভিনয় করেছেন ডি এ তায়েব। কাছাকাছি সময়ে ‘তিতুমীর’ নামের আরো একটি চলচ্চিত্রে হাত দিয়েছিলেন নির্মাতা। এটিতে স্বনামে আছেন চিত্রনায়ক নিরব হোসাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।