জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চালের খুদ, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে মো. মোশারফ হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার মসলা মিল মালিক মো. মোশারফ হোসেনকে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, মোশারফের মসলা মিলে খুদি চাল, ধানের তুষ এবং কৃত্রিম রং মিশিয়ে বিভিন্ন মসলা তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।