বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে গিনেস বুকে এক যুবক

ভারতীয় শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক : গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মানেই চমকে দেয়া নতুন উদ্ভাবন। তেমনই এক সৃষ্টিকর্মে ফের বিশ্বমঞ্চে প্রশংসা পেলেন ভারতের এক শিল্পী। বিশ্বের সবথেকে ছোট কাঠের চামচ বানিয়ে তাক লাগলেন শিল্পী শশিকান্ত প্রজাপতি।

ভারতীয় শিল্পী

নজরকাড়া শিল্পী জানিয়েছেন, আপন খেয়ালে স্রেফ নিজেকে খুশি করতেই ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে ফেলেছেন তিনি। ক্ষুদ্রতম মানে ঠিক কতটা ছোট শশিকান্তের তৈরি করা চামচ?

ওই চামচে এক দানা চালও ধরবে না। দৈর্ঘ্য মাত্র ১.৬ মিলিমিটার (০.০৬ ইঞ্চি)। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছেন, এই রেকর্ডের জন্য চামচটি শুধু ক্ষুদ্র হলেই চলত না। এইসঙ্গে আদর্শ চামচ হতে হয় তাকে। অর্থাৎ থাকবে সামনের বাটি আকার এবং লাগোয়া লম্বা হাতল। সেই শর্ত পূরণ করেছেন ভারতীয় শিল্পী শশিকান্ত। তিনি একটিমাত্র কাঠের টুকরে দিয়েই চামচটিকে তৈরি করে ফেলেছেন। মাইক্রো আর্ট-এর রূপ দিতে একটি ধারালো ছুড়ি ব্যবহার করেছিলেন শিল্পী। সোমবার প্রকাশ্যে এলেও গিনেস কর্তৃপক্ষ রেকর্ডটি নথিবদ্ধ করেছিলেন গত ১ এপ্রিলে।

মুক্তি পেল বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’

অবাক করা ঘটনা হল এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন একজন ভারতীয় শিল্পী। তিনি জয়পুরের বাসিন্দা নবরতন প্রজাপতি। ওই চামচের দৈর্ঘ্য ছিল ২ মিলিমিটার (০.০৭ ইঞ্চি)। অর্থাৎ ০.০১ ইঞ্চির ব্যবধানে এক প্রজাপতিকে হারিয়ে আরেক প্রজাপতি জিতে নিলেন গিনেস খেতাব।