মেকআপ ভ্যানে গোপন ক্যামেরা, নায়িকারা পোশাক বদলালেই হয়ে যেত ভিডিও

Camera

বিনোদন ডেস্ক : হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতে উত্তাল পরিস্থিতি। টলিউডেও একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে।

Camera

এমন সময় ফের দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। স্পষ্টই জানালেন, কেরালা সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা। ক্যারাভ্যানের ভেতরে সাঁটানো হয়েছিল ক্যামেরা।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’

মালায়লাম সেই গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‌‌‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম আমাকে অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে। তাদের জানিয়ে দিয়েছিলাম, আমার কোনো ক্যারাভ্যান দরকার নেই।’

প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালম চলচ্চিত্র জগত। তাতে আরও ঘৃতাহুতি পড়ে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিযোগে। অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালাম পরিচালক রঞ্জিত। এমনই অভিযোগ সোশ্যাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে করেন শ্রীলেখা।

অভিনেত্রীকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। সকালে সেটে গিয়েছিলেন তিনি। সেখানে ফটোশুট হয়। কস্টিউম এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়। তারপর বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়েছিল।

২টি কাঠি যোগ করলেই মিলবে অংক, সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

অভিনেত্রী জানান, তিনি যখন রঞ্জিতের বাড়িতে যান পরিচালক ফোনে কথা বলছিলেন এবং ড্রয়িং রুমে অনেকে ছিলেন। তাঁর অভিযোগ, ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত। ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তাঁর হাতের চুড়ি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এরপর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর মেনে নেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।