মালাইকার পোশাক দেখে চোখ কপালে চাচার, তুমুল ভাইরাল ভিডিও

মালাইকা আরোরা

বিনোদন ডেস্ক : মালাইকা আরোরা প্রতিদিন নানা ভাবে উঠে আসেন চর্চায়! ৪৮ বছরের নায়িকার রূপ দেখলে চোখ ফেরানো দায়। মালাইকার স্টাইলে পাগল গোটা বলিউড। কী ভাবে এত সুন্দর তিনি? তা নিয়ে মাঝে মধ্যেই উঠে আসে নানা প্রশ্ন। জবাব একটাই কঠিন শরীরচর্চা ও ডায়েট।

মালাইকা আরোরা

যতই বিলাসবহুল জীবন হোক না কেন, সব সময় নিজের মাপকাঠি মেনেই চলেন এই নায়িকা! বলিউডের সব সময়ের হট টপিক তিনি। সে বন্ধু করিনার সঙ্গে পার্টি হোক বা প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে ছুটি কাটানোই হোক, চর্চায় আসেন মালাইকা।

ফের একবার চর্চায় উঠে এল মালাইকার পোশাক। প্রতিদিনের মতো এই দিনেও সকাল সকাল জিমে যাওয়ার জন্য প্রস্তুত নায়িকা। পরেছেন একটি ন্যুড কালারের টাইটস জিম স্যুট। কাঁধে ঝুলছে ডেনিম জ্যাকেট। পায়ে চপ্পল। কিন্তু এই পোশাকে আর চর্চা কেন? মনে হতেই পারে। আর ঠিক এখানেই চর্চায় উঠে আসছে মালাইকার জিম পোশাক!

ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার আগে পাপারাৎজিদের দেখে হাত নাড়াচ্ছেন মালাইকা। আর তাঁর পোশাকের দিকে অবাক দৃষ্টে তাকিয়ে রয়েছেন এক বয়স্ক মানুষ। নেটিজেনদের চোখ এড়াইনি বিষয়টি। সকলেই বলছেন, “চাচাকে দেখো?’ মালাইকার পোশাক দেখে অবাক তিনি।

মালাইকা আরোরা

ন্যুড কালারের পোশাক হওয়ায় দূর থেকে দেখলে মনে হবে কিছুই পরেননি তিনি। আর এই পোশাক দেখেই চর্চায় মেতেছেন নেটিজেনরা। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভাইরাল ভায়ানি। সেই ভিডিও দেখা মাত্র ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

প্রসঙ্গত আরবাজ খানের সঙ্গে বিয়ে ভেঙে দীর্ঘ সময় ধরে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। জিম করতে গিয়েই অর্জুনের সঙ্গে প্রেম। বয়সের অনেকটা তফাৎ।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল এই জুটি এবার বিয়ে করবেন। এই বছরেই বিয়ে করতে পারেন তাঁরা। তবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি তাঁরা। তবে কানাঘুষো চলছেই।