মালাইকাকে ব্যবহার করেন সালমান খানও, গোপন তথ্য ফাঁস

সালমান খান

বিনোদন ডেস্ক : বয়সের ব্যবধান ১২ বছর। কিন্তু ভালবাসার সম্পর্কে বয়স কোনও বাধা মানে না। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলিউডের ‘মুন্নি’।

সালমান খান

অভিনেত্রী মালাইকা অরোরা এবং অর্জুন কপূর একে অপরের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি নেটমাধ্যমে মাঝেমধ্যেই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

১৮ বছর একই ছাদের তলায় থাকার পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে মালাইকার। তার পরেই অর্জুনের সঙ্গে সম্পর্কে আসেন তিনি।

আরবাজের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর খান পরিবারের থেকেও দূরে চলে যান অভিনেত্রী। তবে, পরিবারের এক জন সদস্যকে তিনি আজও শ্রদ্ধা করেন।

তিনি আর কেউ নন, দর্শকদের প্রিয় ‘ভাইজান’। মালাইকার সঙ্গে আজও তাঁর ভাল সম্পর্ক রয়েছে।

তারই কিছু ঝলক সকলের প্রকাশ্যে আসে। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। তাঁর পরনে ছিল একটি সুন্দর গাউন।

কিন্তু অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর গিয়ে পড়ল তাঁর গলার কাছে। গলায় এ কী পরেছেন মালাইকা? আগেও কোথাও এই একই জিনিস দেখেছেন কি?

মালাইকা একটি নেকলেস পরেছিলেন। কিন্তু এ যেমন তেমন নেকলেস নয়। সলমন খান তাঁর ডান হাতে সব সময় যে ব্রেসলেট পরে থাকেন তা-ই গলায় নেকলেস হিসাবে পরেছিলেন তিনি।

এই ব্রেসলেটটি সলমনের সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে একটি। মালাইকাকে সেটি পরে থাকতে দেখে পাপারাৎজিরাও রীতিমতো অবাক।

অনেকে এমন মন্তব্যও করেছেন, যেন ভাইজানের ব্রেসলেটটিই গলায় পরেছেন তিনি। তবে, সলমন এবং মালাইকার সম্পর্কের সমীকরণ যা-ই হোক না কেন, মালাইকার প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয় বলেই জানা যায়।

সেলফি তুলতে পয়সা চাইলেন উরফি, ভাইরাল ভিডিও

হয়তো, আরবাজ এবং মালাইকার সম্পর্ক শেষ হওয়ার জন্য অর্জুনকেই দায়ী করেন সলমন। অন্য দিকে, অর্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভাইজানকে দেবতা হিসাবে মেনে চলেন তিনি।