মালায়লাম প্রযোজককে বিয়ে করলেন তৃষা কৃষ্ণান

তৃষা কৃষ্ণান

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান শিগগিরই একজন মালায়লাম প্রযোজককে বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। শোনা যায়, অভিনেত্রীর আগে রানা দাগুবাতির সঙ্গে প্রেম ছিল।

তৃষা কৃষ্ণান

‘পনিয়িন সেলভান-২’ অভিনেত্রী তৃষা কৃষ্ণান বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের গুঞ্জনে আটকা পড়েছেন এই আকর্ষণীয় অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তিনি মালায়লাম প্রযোজককে বিয়ে করতে পারেন। অবশেষে বাস্তবিক মনোহর যুবরাজ খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী। কিছুদিনের মধ্যে এ বিষয়ে অভিনেত্রী জানাবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তৃষার পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

৩ ধরনের মেয়েরা নিজের স্বামীতে কোনদিন সন্তুষ্ট হয়না

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী সব সময় অবিবাহিত হয়ে নিজেকে সুখী বলে গেছেন। তিনি বলেছিলেন, তার অনেক বন্ধুই, যারা খুব আনন্দের সঙ্গে বিয়ে করেছেন; পরে তাদের অনেকেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। তাই আসলে বিয়ের থেকে দূরত্ব বজায় রাখতে চান তিনি।’ তৃষা এটাও বলেছিলেন, তিনি কখনো বিয়ে করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।

সূত্র : বলিউড লাইফ