জুমবাংলা ডেস্ক : কর্মী পাঠানোর জন্য দূতাবাসে মালিকদের অযাচিত হস্তক্ষেপ, নানা পরিচয় ভিড় জমানো এবং কর্মী পাঠাতে অনুমতি চেয়ে হাইকমিশনকে অনুরোধ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে গত ২ জুন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের পদ্ধতি চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তিবর্গ নানা পরিচয়ে হাইকমিশনে অকারণে ভিড় জমানোর চেষ্টা করছেন এবং তড়িঘড়ি নিয়োগের অনুমতি প্রদানের জন্য টেলিফোনের মাধ্যমে হাইকমিশনকে অনুরোধ করছেন, যা সরকার নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের পথে অন্তরায়।
হাইকমিশন যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্নে নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা যাতে মালয়েশিয়ায় এসে প্রতারিত না হন, সেই লক্ষ্যে চাহিদাপত্রগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনে বাংলাদেশ হাইকমিশন বদ্ধপরিকর।
এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অযাচিত হস্তক্ষেপ কাম্য নয় উল্লেখ করে বিবৃতিতে বৃহত্তর স্বার্থে ও স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কাজ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।