আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও ৪টি দেশের নাগরিকরা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন।
আজ রবিবার (২৬ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিম আগামী ১ ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি তুরস্ক, জর্ডান, চীন এবং ভারত থেকে মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের ঘোষণা দিয়েছেন।
পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) ২০২৩-এর জাতীয় কংগ্রেসে তিনি এ ঘোষণা দেন। যদিও এক্ষেত্রে পর্যটকদের আগের কোনো অপরাধ বা সহিংসতার রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু করে আমরা আরব দেশ, তুরস্ক, জর্ডান, চীন এবং ভারতের নাগরিকদের মালয়েশিয়ায় আসার জন্য ৩০ দিনের ভিসা ছাড়ের অতিরিক্ত সুবিধা দেব।
তিনি আরও বলেন, আসিয়ানের বাইরের দেশগুলোর তুলনায় চীন থেকে পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে। যদিও আসিয়ান অঞ্চলের মধ্যে মালয়েশিয়ায় আসা বেশিরভাগ পর্যটকই প্রতিবেশী দেশ সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার।
সংশ্লিষ্টরা বলছেন, বছরে আড়াই কোটি আন্তর্জাতিক পর্যটক পাওয়ার লক্ষ্য অর্জনেই ভ্রমণকারীদের মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা দিচ্ছে দেশটির সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।